সীতাকুণ্ডে পিটিয়ে যুবক হত্যার ঘটনা এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পিটিয়ে যুবক হত্যা

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আরো খবর : এসআই রায়হান ও ভগ্নিপতি আটক

বুধবার নিহত এজাহার মিয়ার বড় ভাই আলমগীর হোসেন মানিক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় এসআই ইকবাল পারভেজ রায়হান, তার ভাই ইমতিয়াজ আরামান এবং তার ভগ্নিপতি মিজানুর রহমানের বিরুদ্ধে উক্ত মামলা দায়ের করেন।

এ ঘটনায় বর্তমানে আটক আছে এসআই রায়হান এবং ভগ্নিপতি মিজানুর রহমান। ঘটনার দিন গতকাল মঙ্গলবার তাদের দুইজনকে আটক করা হয়। মামলার অপর আসামী ইমতিয়াজ আরমান পলাতক রয়েছে।

মামলা দায়েরের বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির (মামলার দায়িত্বপ্রাপ্ত) সার্জেন্ট ওবাইদুল্লাহ। আরো খবর : যুবককে পিটিয়ে মারল এসআই রায়হান!

উল্লেখ্য : গত সোমবার রাতে বোনের মোবাইল চুরির অপবাদে এজাহার মিয়াকে ঘরে ঢেকে নিয়ে ৪ ঘন্টা অমানবিক নির্যাতন করে একই এলাকার পুলিশ কর্মকর্তা ইকবাল পারভেজ রায়হান, তার ভাই ইমতিয়াজ আরামান এবং ভগ্নিপতি মিজানুর রহমান।পরদিন অর্ধমৃত অবস্থায় এজাহার মিয়াকে স্থানীয় ইউনিয় পরিষদ কার্যলয়ে রেখে চলে যায়। সেখানে তার মৃত্যু হয়।

নিহত এজাহার মিয়া ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে। অভিযুক্ত এসআই রায়হান আটক হওয়ার আগ পর্যন্ত নগরীর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আরো খবর : মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *