কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিঁশিকে কর্ণফুলী উপজেলা এলজিইডি অফিসের হিসাবরক্ষক রফিকুল ইসলাম এর অশালীন ভাষা ব্যবহার এবং ঘুষের টাকা চাওয়ার প্রতিবাদ সম্বেলিত একটি ব্যানার টাঙিয়ে উপজেলার সাধারণ জনগণের পক্ষে মানববন্ধন পালন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) কর্ণফুলীর রিভারভিউ কমিউনিটি সেন্টার সংলগ্ন উপজেলা পরিষদ চত্বরে বিকেল ৪টা ৫২মিনিট থেকে ৫টা পর্যন্ত মাত্র ৮মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী জুবায়দা আক্তার মিতু, হালিমা খাতুন ও অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে মদদদাতাকারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে ও হিসাবরক্ষকের বহিষ্কারের দাবি তোলা হয়। অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন কর্ণফুলীতে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কয়েকজন সাংবাদিকবৃন্দ।
মূলত আজ বিকেল ৪টায় মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিঁশির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে উপজেলার সকল সাংবাদিককে তিনি নিজেই ফোন করেছিলেন। কিন্তু ঘটনাস্থলে নির্ধারিত সময়ে অনেক সাংবাদিক উপস্থিত হলেও কারো দেখা না পেয়ে অনেকে চলে যান।
পরে সংবাদ সম্মেলন এর পরিবর্তে মানবন্ধন অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের ১ঘন্টা পর। এতে বানাজা বেগম নিঁশি নিজে উপস্থিত ছিলেন না। ঐ সময় তিনি উপজেলা পরিষদে বসা ছিলেন।
প্রসঙ্গত, গত (২৬জুলাই) দুপুরে কর্ণফুলী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অফিসের জিনিসপত্র ভাঙচুর ও হিসাবরক্ষককে মারধরের ঘটনা ঘটিয়েছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিঁশি। এ সংবাদ চট্টগ্রামের বিভিন্ন পত্রিকার শিরোনাম হয়।
মারধরের শিকার মো. রফিকুল ইসলাম জানান, মহিলা ভাইস চেয়ারম্যান উল্টো তার কিছু অনুসারি ও হতদরিদ্র মহিলাদের ফুঁসলিয়ে উপজেলা পরিষদ চত্বরে আমাদের বিরুদ্ধে মানববন্ধন করেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply