করোনা রোগীর সেবাদানকারী সিএসটিসি হাসপাতালকে ৩ টি হাই-ফ্লো-অক্সিজেন ন্যাসাল ক্যানুলা দিলেন ডা.শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন,আসুন করোনা মহামারীতে আক্রান্ত চট্টগ্রামের প্রতি আমরা আরো বেশি মানবিক হই। সরকারি হিসাবে চট্টগ্রামে ১৪ হাজার রোগী হলেও, হাজার হাজার রোগী করোনা টেস্ট বিহীন উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দুর্যোগকালীন এই সময়ে চট্টগ্রামের বিভিন্ন সেবা প্রতিষ্ঠান কিংবা ধর্নাঢ্য ব্যাক্তিরা এগিয়ে আসলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে নির্ধারিত ১০ হাজার কোটির থোক বরাদ্দ থাকে এখনও চট্টগ্রামকে কোন বরাদ্দ দেয়া হয় নি।

বরঞ্চ স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চট্টগ্রামে পূর্বঘোষিত রেড জোন গুলোতে বিশেষ কোনো নজরদারি নেই। তা-ছাড়া কোরবানির পশুর হাটে মাস্ক বিহীন যেভাবে লোক সমাগম হচ্ছে তাতে করে চট্টগ্রাম আরো বেশি সংক্রমণ হওয়ার আশঙ্কা আছে।

পশুর হাটে নিয়মিত ক্লোরিন সলিউশন স্প্রে করলে করোনা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস,সহ অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব হবে।

তিনি আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে করোনা রোগীর সেবাদানকারী সিএসটিসি হাসপাতালকে ৩ টি হাই-ফ্লো-অক্সিজেন ন্যাসাল ক্যানুলা হস্তান্তর কালে এ কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, সিএসটিসি গত জুন থেকে এই পর্যন্ত ১০০ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। করোনা রোগীদের চিকিৎসায় যেন কোনো অবহেলা বা ত্রুটি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং হাসপাতালে পরিচালক ও সকল কর্মকর্তাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে করোনা রোগীরা যেন তাদের জীবন ফিরে পায় প্রতিষ্ঠানের সকলের প্রতি আহ্বান জানান।

সেবাদানকারী CSTC হাসপাতালকে ৩ টি হাই-ফ্লো-অক্সিজেন ন্যাসাল ক্যানুলা হস্তান্তর কালে উপস্থিত ছিলেন CSTC-এর পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী,ডা. শাকির উর রশিদ প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *