লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানায় ময়না বেগম আছমা নামের এক রোহিঙ্গা নারীকে বাদী করে মিথ্যা ও ভিত্তিহীন ঘটনা সাজিয়ে দায়েরকৃত ধর্ষণচেষ্টার অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুই যুবক।
২৯ জুলাই (বুধবার) বিকেল ৫টায় লোহাগাড়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলনটি করেন ভুক্তভোগী মনছুর আলম ও জালাল উদ্দীন।
ভুক্তভোগী যুবকরা হলেন-লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামারদিঘী পাড়স্থ বারেক চৌধুরী পাড়ার জয়নাল আবেদীন জনু’র পুত্র মনছুর আলম ও একই এলাকার কামাল উদ্দিনের পুত্র জালাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনছুর আলম বলেন, গত ১৬ জুলাই রাতে আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামারদিঘী পাড়স্থ বারেক চৌধুরী পাড়ার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু কু-চক্রিমহল মিথ্যা ও ভিত্তিহীন ঘটনা সাজিয়ে আমাদের এলাকায় ভাড়া বাসায় থাকা ময়না বেগম আছমা নামের দুশ্বচরিত্রের এক রোহিঙ্গা মহিলাকে ভিকটিম বানিয়ে আমরা দুইজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। যে ঘটনার সাথে আমরা নুন্যতমও জড়িত নই।
সংবাদ সম্মেলনে তাদেরকে জড়িয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রচারিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন ভুক্তভোগী মনছুর আলম ও জালাল উদ্দীন।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ
Leave a Reply