বাংলাবাজার বাইপাস সড়কে বাস-লরী সংঘর্ষে ১২ যাত্রী আহত

সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলা বাজার বাইপাস এলাকার মহাসড়কে বাস ও ট্রেইলরের সংঘর্ষে অন্তত ১২ জন বাস যাত্রী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইপাস সড়কের বন্দর রোড থেকে একটি লরী মহাসড়কে প্রবেশ করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামূখী দিদার পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ লাগে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে কয়েকজন মারাকত্বকভাবে জখম হয়। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।

বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোহাম্মদ কাউসার। তিনি বলেন, দুইটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনায় ৫/৬ জন আহত হয়। তাদেরক উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। গাড়ি দুইটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *