চট্টগ্রামে আরও ১২৫ জনের করোনা শনাক্ত,নগরে ১০ হাজার ছাড়িয়ে ১০০৩১

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১২৫ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৮১ জন এবং উপজেলাগুলোতে ৪৪ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৩৩৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম মহানগরে এক জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৯০ টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৪ জন এবং উপজেলায় ৭ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৭ জন এবং উপজেলায় ১১ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলায় ১৬ জন।

ইমপেরিয়াল হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৭ জন এবং উপজেলায় ৩ জন।

শেভরণ ল্যাবে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায় ৫ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৮৮৭ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৫ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৪৩৩৮ জন। এর মধ্যে নগরে ১০০৩১ জন এবং উপজেলায় ৪৩০৭ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ২, আনোয়ারা ১, পটিয়া ১, বোয়ালখালী ৩, রাঙ্গুনিয়া ৭, রাউজান ৯, ফটিকছড়ি ১১, হাটহাজারী ৫, সীতাকুণ্ড ৩, মিরসরাই ১ এবং সন্দ্বীপ ১ জন জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৩১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৬৩ এবং উপজেলায় ৬৮ জন। এছাড়া নতুন ৬৬ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৫৩ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *