চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলর, আমরা ক’জন মুজিব সেনার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি তারেক সোলায়মান সেলিমের রোগমুক্তি কামনায় আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্দ্যোগে “খতমে কোরআন ও দোয়া মাহফিল” হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা মাদরাসায় বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক মোঃ ওয়াজ উদ্দিন আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কর্নফুলী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন হায়দার, কর্নফুলী উপজেলা আওয়ামীলীগের সদস্য এম.এ মারুফ, কর্নফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম জেলার আপ্যায়ন সম্পাদক লায়ন ছাবের আহমদ, সাবেক যুবলীগ নেতা মোঃ আবু তাহের, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফারুক হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুজিব সেনার যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন জনি, কর্নফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদ, মুজিব সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ খালেদ ইবনে হাবীব ছোটন, কর্নফুলী উপজেলা মুজিব সেনার ইহ্বায়ক মোঃ সেলিম ওয়াহিদ, যুগ্ম আহ্বায়ক আলি আকবর সুজন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান গাজী সোহাগ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হেলাল, উপজেলা মুজিব সেনার যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তারেক সোলায়মান সেলিম একজন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। দলের জন্য সারাজীবন বিলিয়ে দিয়েছিন। কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেনি। খতমে কোরআন ও দোয়া মাহফিলে মোনাজাত করেন মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply