২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১১৯ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৮৫ জন এবং উপজেলাগুলোতে ৩৪ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৬২৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ২ জনের কারো মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১৬ টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১ জন এবং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১২৫ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২০ জন এবং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ১৩৯ টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয়নি।
ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ১৮৫ টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে নগরে ৪১ জন এবং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেভরণ ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয়নি।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৬৮০ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৯ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৪৬২৫ জন। এর মধ্যে নগরে ১০২৫৩ জন এবং উপজেলায় ৪৩৭২ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : বাঁশখালী ৩, পটিয়া ১, রাঙ্গুনিয়া ১, রাউজান ৮, ফটিকছড়ি ৯, হাটহাজারী ৮, সীতাকুণ্ড ১, মিরসরাই ২ এবং সন্দ্বীপ ১ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৩৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৬৩ এবং উপজেলায় ৭৩ জন। এছাড়া নতুন ১২০ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭১৫ জন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply