রাউজান আইসোলেশন সেন্টারে অক্সিজেন প্রদান করলো যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম প্রবাসী সংগঠন

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : সারা বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবপূর্ণ সময়ে মানবিকতার টানে বৃহত্তর চট্টগ্রামে স্বাস্থ্য উপকরণ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিভিন্ন হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চট্টগ্রামের প্রবাসীদের সংগঠন helping hand for chittagonian inc.usa।

সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের অন্যান্য জেলা-উপজেলায় মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজানে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারে দুটি উন্নত মানের অক্সিজেন প্রদান করা হয়।

৪ আগষ্ট (মঙ্গলবার) আইসোলেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে উন্নত প্রযুক্তির এই অক্সিজেন হস্তান্তর অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন আইসোলেশন সেন্টারের স্বপ্নদ্রষ্টা, রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।

এ সময় তিনি মানবিক উদ্যোগে হাত বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত চট্টগ্রামের প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্টানে বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, যুক্তরাষ্ট্র প্রবাসীদের মানবিক কাজের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, সাংবাদিক ও কলামিস্ট মুছা খান, পুলিশ পরিদর্শক এম এ মতিন, মুক্তিযোদ্ধা কামাল হায়দার, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, জাহাঙ্গীর আলম, আবু ছালেক, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, মোহাম্মদ আসিফ, ফয়সাল মাহামুদ, মোহাম্মদ এরশাদসহ আরো অনেকেই।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *