মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি : জুমারদিনে মিরসরাইয়ের গুরুত্বপূর্ণ মসজিদ সমূহে বাড়তি সতর্কতা ও নজরদারি করেছে মিরসরাই থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার সতর্কতার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) জুমার নামজ আদায় কালে উপজেলার গুরুত্বপূর্ণ মসজদ গুলোতে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়।
দায়িত্ব রত পুলিশ কর্মকর্তা এএসআই কাশেম জানান, মসজিদে মুসল্লিদের জমায়েত হওয়ায় সেখানে কোন সুযোগ সন্ধানী অপশক্তি যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে ঘটাতে না পারে সে জন্যই থানা পুলিশ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। মসজিদে আগত সকল মুসল্লিদের মেটাল ডিটেক্টর দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া সকল মুসল্লিদের মুখে মাস্ক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থবিধি মেনে নামাজের জামাত নিশ্চিত করা হয়েছে।
থানা পুলিশের পাশাপাশি ডিএসবি পুলিশের উপস্থিতি ও দেখা গেছে মিরসরাই থানা কেন্দ্রীয় মসজিদে। থানা মসজিদ ফটকে পুলিশের পাশেই নজরদারিতে ছিলেন ডিএসবি পুলিশের মিরসরাই এরিয়া ইনচার্জ ইসমাইল।
তিনি বলেন, পুলিশের পাশাপাশি ডিএসবি পুলিশও বাড়তি সতর্কতা অবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ মসজিদে ডিএসবির সদস্যরা সাধারণ মুসল্লিবেশে তাদের দায়িত্ব পালন করছে।
২৪ ঘণ্টা/এম আর/আশরাফ
Leave a Reply