হাটহাজারীতে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে যানজট নিরসনে সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে মাঠে নেমেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

সোমবার (১০ আগস্ট) হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডে অবৈধভাবে দখল হওয়া সরকারি জায়গা উদ্ধার অভিযান শুরু করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।

সূত্র জানায়, হাটহাজারী বাসস্ট্যান্ড মালিক সমিতির মালিকানাধীন ১.২৭ একর জমি থাকলেও তারা এর বাইরে আশেপাশের সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে। যার ফলশ্রুতিতে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় প্রতিনিয়ত মারাত্মক যানজটের সৃষ্টি হয়।

এই যানজট নিরসনে উপজেলা প্রশাসন চলতি বছরের জানুয়ারি মাসে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখল হওয়া প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের ১৩ শতক সরকারি জায়গা উদ্ধার করে।

পরে হাটহাজারী বাসস্ট্যান্ড মালিক সমিতি উপজেলা প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করলে উচ্ছেদ অভিযান কিছু দিন বন্ধ থাকে। মালিক সমিতির মামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসের ৬ তারিখ মহামান্য আদালত হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষে রায় দেন। ফলশ্রুতিতে হাটহাজারী উপজেলার প্রশাসন পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করেন।

অবৈধভাবে দখল হওয়া সরকারি জায়গা উদ্ধারে সবার সহযোগীতা কামনা করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন বলেন, মহামান্য আদালতের রায় পেয়ে হাটহাজারী বাসস্ট্যান্ডে আমরা পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করেছি। এই উচ্ছেদ অভিযান শেষে অবৈধভাবে দখল হওয়া আরও ৬ শতক সরকারি জায়গা অবৈধ দখল মুক্ত হবে বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *