রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

গতকাল ৯ আগষ্ট রবিবার রাতে গহিরা ইউনিয়নের কোতওয়ালী ঘোনা এলাকার মোয়াজ্জেম খান চৌধুরী বাড়ীর সামনের একটি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তার কাছ থেকে ৮টি ইয়াবা উদ্ধার করা হয়। সাজা প্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ হোসেন এলাকার সৈয়দ হোসেনের পুত্র।

রাউজান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গহিরা ইউনিয়নে অভিযানে ইয়াবাসহ এক জনকে আটকের পর তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রাউজানের সাংসদ ও চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *