সংবাদ সম্মেলন করে ১৩ দফা দাবি জানানোর পর বিসিবি সভাপতির সাথে বৈঠক করেছে আন্দোলনরত ক্রিকেটাররা। বৈঠক শেষে এসেছে আন্দোলন স্থগিতের ঘোষণা।
আন্দোলন স্থগিতের ঘোষনা দিয়েছেন সাকিব আল হাসান। বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাকিব। ক্রিকেটাররাও ফিরছেন মাঠে। শনিবার থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড এবং ২৫ তারিখ থেকেই হবে ভারত সফরের জন্য অনুশীলন ক্যাম্প।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সোমবারের ১১ দফা নিয়ে আলোচনা হয়েছে। বোর্ডের আয়ের ভাগ ক্রিকেটারদের দেওয়া সহ নতুন যোগ হওয়া ২ টি দাবি নিয়ে কোনো আলোচনা হয়নি।
আগের ১১ দফার মধ্যে প্রথম দাবি ছিল কোয়াবের অনতিবিলম্বে পদত্যাগ। এ নিয়ে বিসিবির কিছু করার নেই এবং ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলার ক্ষেত্রে ক্রিকেটারদের সর্বোচ্চ সংখ্যা দুই না সরানো হলেও কেউ সুযোগ পেলে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
Leave a Reply