চট্টগ্রামে আরও ১০০ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৪

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১০০ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৭৭ জন এবং উপজেলাগুলোতে ২৩ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৭৭৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ২ জন এবং উপজেলা পর্যায়ে ২ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১২৮ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫ জন এবং উপজেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৪৪ টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৭ জন এবং উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৫ টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৯ জন এবং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ৪৪ টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ৭ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ১৩৮ টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে নগরে ১৬ জন এবং উপজেলায় কারো করোনা শনাক্ত হয় নি।

শেভরণ ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

শনিবার (১৫ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৭৪৬ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০০ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৫৭৭৫ জন। এর মধ্যে নগরে ১১১২৩ জন এবং উপজেলায় ৪৬৫২ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : বোয়ালখালী ২, রাউজান ৫, ফটিকছড়ি ১, হাটহাজারী ৯, সীতাকুণ্ড ৫ এবং মিরসরাই ১ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৫১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৭৩ এবং উপজেলায় ৭৮ জন। এছাড়া নতুন ৪২ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৭৫ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *