সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনী দিয়ে একজনকে পুলিশে সোর্পদ

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিমুল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগষ্ট) দুপুর দুইটার দিকে উপজেলার বড়দারোগারহাটের ফেদাইনগর গ্রামের রফিক উদ জামান এর বাড়ীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী কনিকাকে (৭) ঘরে ঢুকে শিমুল ধর্ষণের চেষ্টাকালে সে চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে শিমুলকে হাতে নাতে ধরে ফেলে, এসময় স্থানীয়রা শিমুলকে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। শিমুল ভোলা জেলার দৌলতখাঁ’র দুদু মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, লোকজন শিমুল নামের এক ব্যক্তিকে ধর্ষণ চেষ্টাকালে আটক করে থানায় দিয়েছে। তাকে পিটুনী দেওয়ায় তাকে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে পেশায় একজন রিক্সা চালক। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *