খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় ৫০ শয্যার উপজেলা হাসপাতাল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম বহিভূর্তভাবে রাতের আধাঁরে ঢালাইয়ের কাজ করছে ঠিকাদাররি প্রতিষ্ঠান ম্যাক কন্সট্রাকশন।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন, জনতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাতের বেলায় হাসপাতালের ঢালাইয়ের কাজ না করার জন্য বলা হলেও তা মানছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গত শনিবার রাতেও হাসপাতালের ঢালাইয়ের কাজ করতে দেখা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদেরকে। এসময় হাসপাতালের মূল ভবনের কলাম ঢালাই করছে শ্রমিকরা।এসময় স্থানীয়রা ঢালাই কাজে বাঁধা দেন।
নির্মাণকাজে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন তত্ত্বাবধায়ক থাকার কথা থাকলেও এসময় কেউ উপস্থিত ছিল না। এ সুযোগে সরকারি অর্থে নির্মিত হাসপাতালে নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দা জীবন চৌধুরী উজ্জ্বল জানান, রাতের বেলায় ঢালাই করার কোন নিয়ম নাই। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কোন নিয়মের তোয়াক্কা করছে না। শুরু থেকেই হাসপাতাল নির্মাণে অনিয়ম করছে তারা। অনিয়ম নিয়ে নির্মাণ কাজের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জানানো হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক কন্সট্রাকশন এর সহযোগী এমডি নোমান রাতের বেলায় কাজ করার বিষয়টি স্বীকার করে বলেন, কিছু ঢালাই বাকী ছিল তাই রাতের বেলায় নির্মাণ কাজ করছি।
রাতের বেলায় ঢালাইয়ের কাজ করার নিয়ম রয়েছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
দীঘিনালা উপজেলার ভাইস মোস্তাফা কামাল মিন্টু অভিযোগ করে বলেন, হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ ভবন নির্মাণে অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ম্যাক কন্সট্রাকশন’। কাজে অনিয়মের কারণে আমি তিনবার বাঁধা দিয়েছি। বেইজ নির্মাণে দেয়া হয়েছে তিন নাম্বার ইট। কাজের সময় একজন প্রকৌশলী থাকার থাকলেও বেশীর ভাগ সময় তারা উপস্থিত থাকে না। তারা রাতের বেলায় বেইজের ঢালাই করেছে। এছাড়া নির্মাণ কাজে যে অনুপাতে সিলেকশন বালু ব্যবহার করার কথা তা করছে না ঠিকাদার।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী টুটুল চাকমা জানান, এর আগেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাতের বেলায় কাজ না করার জন্য বলা হয়েছে। কয়েকদিন ধরে আমি অসুস্থ, তাই সাইটে যেতে পারিনি। রাতের বেলায় কাজ বন্ধ রাখতে ঠিকাদারকে অফিসিয়ালি নির্দেশ দেয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে।
২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ
Leave a Reply