২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১২৮ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০৩ জন এবং উপজেলাগুলোতে ২৫ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৯৬৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ১ জন মারা গেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১৫০ টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯জন এবং উপজেলায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮০ টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৪ জন এবং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৮ টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ৪৬ করোনার নমুনা পরীক্ষা করো উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১২ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ১৫৬ টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৮ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেভরণ ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৮২২ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৫৯৬৫ জন। এর মধ্যে নগরে ১১২৮৩ জন এবং উপজেলায় ৪৬৮২ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : আনোয়ারা ১, পটিয়া ২, রাঙ্গুনিয়া ১, রাউজান ৭, ফটিকছড়ি ৬, হাটহাজারী ৩ এবং সীতাকুণ্ড ২ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৫৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৭৫ এবং উপজেলায় ৭৮ জন। এছাড়া নতুন ৬৭ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬৪৬ জন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply