ফটিকছড়িতে ঠিকাদার সমিতির শোক দিবস ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ঠিকাদার সমিতির উদ্যােগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে (২৩ আগস্ট) রবিবার ফটিকছড়ির মনিরা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ঠিকাদার সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা ঠিকাদার সমিতির সম্পাদক আসাদুজ্জামান টিটু। মেসার্স আমিন এন্ড ব্রাদার্সের সত্বাধিকারী এসএম মোরশেদুল আলমের সঞ্চালনায় সভায় উপজেলার ঠিকাদারগন উপস্হিত ছিলেন।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার উন্নয়নের স্বার্থে ঠিকাদারদের ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরত্বারোপ করেন।

এসময় বক্তারা গত ১৯ আগস্ট উপজেলার সমিতিরহাট ইউনিয়নে এক ঠিকাদারের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবী জানান। এবং দ্রুত সময়ে ঘটনার সুষ্ট সমাধানের জন্য ফটিকছড়ির সাংসদসহ প্রশাসনের প্রতি আহবান জানান। সভায় টিকাদার সমিতির সাবেক অর্থ সম্পাদক শফিউল আলম দুলালের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

সভাশেষে মোঃ জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও মেজবাহ উদ্দীনকে সচিব করে ১৬জন বিশিষ্ট একটি ফটিকছড়ি উপজেলা ঠিকাদার আহবায়ক কমিটি গঠন করে উক্ত কমিটিকে তিন মাসের মধ্যে পুর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ মোরশেদুল আমিন (যুগ্ন আহবায়ক) মোঃ জালাল হোসেন
(যুগ্ন আহবায়ক) মোঃ ইলিয়াছ চৌধুরী (যুগ্ন আহবায়ক) সদস্যরা হলেন- জিয়া উদ্দীন সম্রাট, মিজানুর রহমান রুবেল, শুভ সিকদার, সালাহ উদ্দীন কাদের, ইফতিকার উদ্দীন রাসেল, সাইফুল ইসলাম, মঈন উদ্দীন, মোঃ হাসান, মোঃ আলী চৌধুরী, মোঃ জাহাঙ্গীর, বোরহান উদ্দীন প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *