চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও এলাকায় খুন হয়েছে মা ও ছেলে।
সোমবার (২৪ আগস্ট) রাতে পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলো- গুলনাহার বেগম (৩৪) ও তার ছেলে রিফাত (৯)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুন হয়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি। কেন বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বিস্তারিত পরে জানানো হবে।
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমেদ খান।
তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply