সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

মুক্তিযোদ্ধাদের মানব কর্মসূচীতে পেশাগত দায়িত্বপালন কালে চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মুখে চট্টগ্রামের সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটোর্জানালিষ্ট এসোসিয়েশন।

বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের চট্টগ্রামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনজুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এক যুক্ত বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ সকাল ১০টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে একদল সন্ত্রাসী মানববন্ধন কর্মসূচীতে হামলা চালায় এ সময় পেশাগতকাজে নিয়োজিত সাংবাদিকদের উপরও তারা হামলা করে।

হামলায় শিকার হয় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দৈনিক বীরচট্টগ্রাম মঞ্চের ফটোসাংবাদিক সাইদুল আজাদ, দৈনিক নয়াদিগন্তের ফটোসাংবাদিক আখতার হোসাইন, দৈনিক পূর্বদেশের ফটোসাংবাদিক এম হায়দার আলী, জয় নিউজের ফটোসাংবাদিক বাচ্চু বড়ুয়া, দৈনিক সাঙ্গুর ফটোসাংবাদিক জাহাঙ্গীর আলম এবং চ্যানেল আইয়ের ক্যামরাপার্সনসহ আরো বেশ কজন সাংবাদিক আহত হয়। এ সময় তারা সাংবাদিকদের ক্যামরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *