জন্মদিনের পার্টি থেকে করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

বিশ্ব রেকর্ডধারী ও আটবারের অলিম্পিক সোনাজয়ী দৌড়বিদ উসাইন বোল্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত সপ্তাহে স্বাস্থ্যবিধি না মেনে সাড়ম্বরে নিজের ৩৪তম জন্মদিন পালন করা এই কিংবদন্তি জ্যামাইকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

সোমবার জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রী, ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টারের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পরীক্ষার পর বোল্টের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

এর আগে পরীক্ষা করিয়ে ফল পাওয়ার অপেক্ষার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন তিনি।

তখন বোল্ট জানান, শনিবার নমুনা দেওয়ার পর থেকেই তিনি নিজেকে স্বেচ্ছায় কোয়ারেন্টিন করে ফেলেছেন। নমুনা দেওয়ার আগের দিনই নিজ বাড়িতে জন্মদিনের পার্টিতে মশগুল ছিলেন এই দৌড়বিদ। করোনা আক্রান্ত হলেও বোল্ট শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন।

তিনবার ২০০ মিটার স্প্রিন্ট জয়ী প্রথম অ্যাথলেট বোল্ট। দুইবার ১০০ ও ২০০ মিটার ডাবল জয়ের অনন্য কীর্তিও আছে তার।

২০১৭ সালে লর্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসরে যান তিনি।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *