২৪ ঘণ্টা ডট নিউজ। জেলার খবর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামে নিজ বাড়িতেই মিলল দুই ভাই-বোনের লাশ। উপজেলার তিতাস নদীর পূর্ব পার্শ্বে ছলিমাবাদ গ্রামের প্রবাসী মোস্তফা মিয়ার বসত ঘরের খাটের নীচ থেকে এ দুজনের মরদেহ উদ্ধার করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
নিহত দুজন হচ্ছে শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০)। তারা সলিমাবাদ গ্রামের সৌদি আরব ফেরত মোস্তফা মিয়ার সন্তান। এদের মধ্যে শিপা বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ও কামরুল সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ২৪ আগষ্ট সোমবার বিকেল ৩টা পর্যন্ত তাদেরকে না পেয়ে বাবা মা খোঁজাখুজি করতে থাকে। মোস্তফা মিয়ার স্ত্রী হাসিনা বেগম ঘরে রক্ত দেখে খাটের নীচে চোখ রাখতেই মেয়ে এবং ছেলের লাশ দেখতে পায় ।
বাঞ্ছারামপুর থানার পুলিশকে জানানোর পর ঘরের খাটের নীচ থেকে ৫ম শ্রেণীর ছাত্র কামরুল হাসান(১০) ও তার বোন ৮ম শ্রেণীর ছাত্রী শিপা আক্তার (১৪) কে উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
এদিকে ঘটনার পর থেকে নিহতদের মামা পলাতক রয়েছেন। কেন মামা পলাতক এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুই ভাই-বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply