লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সাতকানিয়া-০ লোহাগাড়ার সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা সদরের বটতলীস্থ সিটিজেন পার্কে ক্ষতিগ্রস্থদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, এমপি পত্নী নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ওসি জাকের হোসাইন মাহমুদ, আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু ও আবদুল হান্নান মোহাম্মদ ফারুক প্রমুখ।
জানা যায়, গত ২৪ আগষ্ট লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট মাওলানা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ওই এলাকার আবদুল জাব্বার, আবদুল মালেক, আবদুল জলিল ও আবুল কাসেমকে নগদ ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply