লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মোবাইলে কথা বলতে বলতে মাদ্রাসার ভবনে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে মো : মিজানুর রহমান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৯ আগস্ট (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারস্থ খতিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিজান হাটহাজারী উপজেলার ছারিয়া গ্রামের ফজলুল করিমের ছেলে। সে ওই মাদ্রাসা ভবনে পাইপ ফিটিংসের কাজ করতো বলে জানা গেছে।
স্থানীয় যুবক জাহেদ হোসেন জানান, দুপুর ১২ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে ভবনের তিন তলায় উঠেন মিজান। এ সময় অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টেজের তারের সাথে জড়িয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারটি ভবন থেকে সরিয়ে নিতে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে একাধিক বার অভিযোগ করেছি। কিন্তু তা আমলে নেয়নি। পল্লী বিদ্যুতের গাফিলতির কারনে এই দূর্ঘটাটি ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সারওয়ার জাহান বলেন, ঘটনাটি আমি শুনেছি৷ বিদ্যুতের তারগুলো সরাতে তারা আমাদের কাছে লিখিত কোন আবেদন করেছে কিনা আমার জানা নেই। তবে, তারগুলোতে কভার দিতে আমরা উদ্যোগ নিচ্ছি।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই অজয় দেব শীলকে পাঠিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মিজানের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। রাত সাড়ে ১০ টার দিকে তার বাবার আবেদনের প্রেক্ষিতে মিজানের লাশ হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ
Leave a Reply