বন্ধের দিন পটিয়া বাইপাসে প্রাণ ঝড়ল দুই স্কুল ছাত্রের

পটিয়া সড়ক দুর্ঘটনায়

পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের পৌর এলাকায় গাড়িচাপায় প্রাণ হারাল দুই স্কুলছাত্র।

আজ রবিবার (৩০ আগস্ট) বেলা ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।।

নিহতরা হলেন, সিরাজুল ইসলাম (১৬), সে শোভনদণ্ডী এলাকার কুরাংগীরি হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। নিহত সিরাজ উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরংগীরি গ্রামের মোহাম্মদ বেলালের পুত্র। বর্তমানে সে পটিয়া পৌর সদরের ৪ নং ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকেন। অপরজন আরমান হোসেন (১৫), সে পটিয়া পৌর সদরের মোহছেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। নিহত আরমান পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন এলাকার ইলিয়াস হোসেনের পুত্র। বর্তমানে সে পরিবারের সাথে পৌর সদরের ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করছে।

কোন গাড়ি চাপা দিল তা এখনো বলতে পারছে না পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ। তবে স্থানীয়রা বলছেন একটি সাদা রঙের পিকআপ ভ্যানের চাপায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান. পটিয়ার বাইপাস সড়কের পৌর এলাকার শেয়ানপাড়া এলাকার অংশে দুই স্কুল ছাত্র বাইসাকেল নিয়ে সড়কে উঠে। এসময় কক্সবাজারগামী একটি সাদা পিকআপ ভ্যান চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা দুই স্কুল শিক্ষার্থীকে গুরুতর আহতবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিয়াউদ্দিন সাকিব জানান, ‘দুই শিক্ষার্থীর মাথা থেতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আমরা ইসিজি করে দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেছি।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, ‘বাস চাপায় দুই স্কুল ছাত্রকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এখনো পর্যন্ত কোন ধরনের গাড়ি চাপা দিতে পারে তা বলতে পারছি না। আমাদের টিম তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘাতক গাড়ি চালককে দ্রুত আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর/সনজয়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *