গ্রাম হবে শহর এই স্লোগান নিয়ে রাউজানে প্রথম যাত্রা শুরু করেছে অনলাইন সুপারশপ হালদা বাজার ডটকম।
বৃহস্পতিবার দক্ষিণ রাউজানের উরকিরচর বাজারস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুপারশপের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাউজানে অন লাইন সুপারশপ হালদা বাজার ডটকম চালু হওয়ার মধ্য দিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে এই উপজেলা একধাপ এগিয়ে গেলো।
তিনি আরো বলেন, গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে সঠিক সময়ে নির্দিষ্ট পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হালদাবাজার ডটকম তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে। চাকুরির পেছনে না ছুটে যুবসমাজ এই ধরণের উদ্যোগ হাতে নিলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো ত্বরান্বিত হবে।
সুপারশপ হালদা বাজার ডটকমের সিইও উৎপল মহাজ অরুণের সভাপতিত্বে ও সংগঠক মহিউদ্দিন ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নুরুল আবছার মিয়া, কামরুল ইসলাম বাহাদুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, সাবেক চেয়ারম্যান নসরুল্লাহ চৌধুরী, উরকিরচর ইউনিয়ন আ.লীগের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা আ.লীগ নেতা মঞ্জুর হোসেন, সুমন দে, জেলা মহিলা আ.লীগ নেত্রী আইরুন নেছা নিলু, ইউনিয়ন আ.লীগ নেতা আলী আকবর, মো: আইয়ুব, সেলিম উদ্দিন চৌধুরী মিয়া, এস এম জাহাঙ্গীর আলম সুমন, তাপস বড়ুয়া, শেখ মফিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাজেদুল করিম সাজু, ব্যবসায়ী জিয়াউর রহমান, আহমেদ সৈয়্যদ, কাজী মেজবাহ উদ্দিন, যুবলীগ নেতা শেখ মনির ইসলাম, সাইফুদ্দিন সাইফ, আরমান হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, রবিউল হোসেন আরিফ, ছাত্রলীগ নেতা সৈয়্যদ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, জাহেদুল আলম, আরিফুল ইসলাম, রুবেল বৈদ্য, মোঃ রায়হান প্রমুখ।
Leave a Reply