সীতাকুণ্ডে অসুস্থ ও কর্মহীন আ’লীগ নেতাকে রিক্সা উপহার দিয়েছেন এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের অসুস্থ ত্যাগী নেতা এজাহার মিয়ার হাতে রিক্সা তুলে দিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

সোমবার বেলা ১১টায় এমপি এজাহার মিয়ার পরিবারে সচ্চলতা ফেরাতে রিক্সাটি প্রদান করেন।

রিক্সা হস্তান্তরকালে এমপি দিদারুল আলম বলেন, আওয়ামীলীগ নেতা মোঃ এজাহার মিয়া ছিলেন দলের জন্য নিবেদিত প্রান। দলের দুঃসময়ে তার অবদান নেতাকর্মীরা সবসময় স্মরণ করেন। কিন্তু বেশ কয়েকবার ব্রেন ষ্টোক করে বাক শক্তি ও কর্মক্ষমতা হারিয়েছেন তিনি। এখন দলের সকলের উচিত তার পাশে থাকা। এই চিন্তা থেকে আমিও তার পরিবারের আর্থিক সচ্চলতার কথা বিবেচনা করে তাকে একটি রিক্সা প্রদান করেছি। এই রিক্সায় আয়ে তিনি কিছুটা উপকৃত হবেন। ভবিষ্যতে প্রয়োজনে তাকে সহযোগিতার আশ্বাস দেন এমপি।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, আওয়ামীলীগ নেতা হাশেম ভূঁইয়া, নিজাম উদ্দিন, হারুন ভূঁইয়া, বোরহান, ছাত্রলীগ নেতা শিহাব উদ্দিন, মেজবাহ উদ্দিন রানা প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *