যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের আইনজীবীরা তার জামিনের আবেদন করলেও আদালত তা আমলে না নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সম্রাটের আইনজীবীরা তার জামিনের আবেদন করলেও শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৫ই অক্টোবর অস্ত্র মামলায় পাঁচদিন ও মাদক মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। বৃহস্পতিবার তাকে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। র্যাব-১ বাদী হয়ে রমনা মডেল থানায় এই মামলা দুটি দায়ের করে।
গত ৬ই অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করা হয়। পরের দিন, কাকরাইলে সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে পশুর চামড়া, বিদেশি মদ উদ্ধার করে র্যাব। পশুর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের জেল দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Leave a Reply