২৪ ঘণ্টা জেলার খবর : কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লক সংলগ্ন পাহাড় এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ চালিয়েছে ডাকাত জকিরের গ্রুপের স্বশস্ত্র সদস্যরা। এতে শরণার্থী ক্যাম্পের চারজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আহত ও গুলিবিদ্ধদের মধ্যে তাৎক্ষনিক চারজনের নাম জানা গেছে। এরা হলেন, ২৬নং মোচনী পাড়া ক্যাম্পের এইচ ব্লকের ২৮১নং রোমের বাসিন্দা ওমর আব্বাসের পুত্র রহমত উল্লাহ (৩০), একই ব্লকের আবু সালামের পুত্র জামাল (২৮), দুদু মিয়ার পুত্র সৈয়দ আমান (৩৫), সৈয়দ নুরের পুত্র আব্দুল সালাম (৩৫)।
আজ মঙ্গলবার ভোরে রোহিঙ্গা স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হ্নীলা ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার গভীর রাতে ক্যাম্প সংলগ্ন এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,আহত ও গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখান হতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
এই ঘটনার পর সাধারণ রোহিঙ্গাদের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও আবারো হামলার আশংকায় আতংকিত ক্যাম্পের রোহিঙ্গা।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply