বাংলাদেশের বিপক্ষে কোহলি বিহীন ভারতের টি-২০ দল ঘোষণা

গুঞ্জন ছিল বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না বিরাট কোহলি। অবশেষে হলোও তাই। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত।

টি-টোয়েন্টি দলে রাখা হয়নি বিরাট কোহলিকে। বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। টি-টোয়েন্টিতে স্বাগতিকদের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে রোহিত শর্মার কাঁধে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ঘরের মাটিতে শুরু হতে যাওয়া এ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিসিআই। টি-টোয়েন্টির মতো টেস্ট স্কোয়াডেও রাখা হয়েছে ১৫জন করে ক্রিকেটার।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে ফিরেছেন স্যাঞ্জু স্যামসান। বিজয় হাজারি প্রতিযোগিতার নজরকাড়া পারফরম্যান্সের পর ৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে দলে ফিরেছেন তিনি। তাহাড়া দলে অন্তুর্ভুক্ত হয়েছেন শিভাব দুবেও।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি টেস্টে অভিষেক হওয়া শাহবাজ নাদীমকে বাইরে রেখে টেস্ট দল ঘোষণা করেছে ভারত।

প্রসঙ্গত, আসছে নভেম্বরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দু’দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত সিরিজটি। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৭ ও ১০ নভেম্বর। যথাক্রমে দিল্লী, রাজকোট ও নাগপুরে। এরপর ইন্ডোরে ১৪-১৮ নভেম্বর প্রথম টেস্ট ও কলকাতায় ২২-২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

টি-টোয়েন্টি সিরিজের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্যাঞ্জু স্যামসন, শ্রেয়াশ আইয়ার, মনেশ পান্ডে, রিশাভ পান্ট, ওয়াশিঙ্গটন সুন্দর, ক্রুনাল পান্ডেয়া, যুবেন্দ্র চাহাল, রাহুল চাহারম দীপক চাহার, খলিল আহমেদ, শিভাম দবে ও শার্দুল ঠাকুর।

টেস্ট সিরিজের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হনুমান ভিহারি, ঋদ্ধিমান শাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুবমান গিল ও রিশাভ পান্ট।

ভারতের সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ
→১ম টি-টোয়েন্টি- ৩ নভেম্বর, অরুন জেটলি স্টেডিয়াম, দিল্লি।
→২য় টি-টোয়েন্টি- ৭ নভেম্বর, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট।
→৩য় টি-টোয়েন্টি- ১০ নভেম্বর, বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, নাগপুর।

টেস্ট সিরিজের সূচিঃ
→১ম টেস্ট- ১৪-১৮ নভেম্বর, হকার ক্রিকেট স্টেডিয়াম, ইনদোর।
→২য় টেস্ট- ২২-২৬ নভেম্বর, ইডেন গার্ডেন্স, কোলকাতা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *