সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ আর তিন ধাপ পিছিয়ে গেছে ভারত।
১৯ সেপ্টেম্বরের পর আজ নতুন র্যাংকিং প্রকাশ করেছে ফিফা। যেখানে তিন ধাপ এগিয়েছে লাল সবুজের পতাকাধারীরা।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এক লড়াকু বাংলাদেশকে দেখেছে ফুটবল বিশ্ব। নিজেদের থেকে ফিফার র্যাংকিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদের মাঠেই প্রায় হারিয়ে দিয়েছিল জামাল ভূঁইয়ারা। তবে শেষ মুহূর্তে ভারতীয় সেন্টার ব্যাক আদিল খানের করা গোলে শেষ রক্ষা হয় ভারতের।
ম্যাচ শেষ হয় ১-১ গোলে অমীমাংসিতভাবেই।নিজেদের থেকে র্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলের সাথে ড্র করার মাশুল গুণতে হচ্ছে ভারতকে। ফুটবল র্যাংকিং সিস্টেম বলছে বাংলাদেশের সাথে ড্র করায় তিন ধাপ পেছাতে হবে সুনীল ছেত্রীদের।
এর ফলে ফিফার নতুন প্রকাশিত র্যাংকিংয়ে ভারত তিন ধাপ পিছিয়ে নেমে গেছে ১০৭ নম্বরে। আর এই ম্যাচের আগে ১৮৭ নম্বরে থাকা বাংলাদেশের র্যাংকিংয়ে উন্নতি হয়ে উঠে এসেছে ১৮৪ নম্বরে।
উল্লেখ্য, নতুন ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে চারে আসেনি কোন পরিবর্তন।
প্রথম স্হানে যথারীতি বেলজিয়াম নিজেদের অবস্থান ধরে রেখেছে। দুইয়ে আছর ফ্রান্স, তিনে ব্রাজিল ও চারে ইংল্যার্ড।
এক ধাপ পিছিয়ে ছয়ে চলে গেছে রোনালদোর পর্তুগাল। পাঁচে এসেছে উরুগুয়ে। অন্যদিকে ইকুয়েডরের বিপক্ষে দারুন জয়ে এক ধাপ এগিয়ে নয়ে এসেছে আর্জেন্টিনা।
Leave a Reply