রাউজান প্রতিনিধি: দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগে মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন রাউজানের হলদিয়া উত্তরসর্তার মাওলানা নরুল ইসলাম নক্সবন্দির ৩য় পুত্র মুহাম্মদ আবদু রহিম (খোকন)।
বুধবার সকাল ১০ টায় উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে নামাজে জানাযা অনুষ্টিত হয়। ইমামতি করেন মরহুম মুহাম্মদ আবদু রহিমের বয়োজ্যেষ্ঠ পিতা মাওলানা নুরুল ইসলাম নক্সবন্দি। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত হলদিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা মনসুর আলম নেজামী, উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্জ আল্লামা জসিম উদ্দিন আবেদী (মা.জি.আ), মরহুমের মেঝ ভাই (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) খ.ব.ম. হাসান। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply