মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বারা আবারও আক্রান্ত হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম। এই নিয়ে দ্বিতীয় বারেরমতো করোনা আক্রান্ত হলেন তিনি।
হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান দ্বিতীয় বার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর ব্যক্তিগত সহকারী মো. রাশেদুল ইসলাম বলেন, চেয়ারম্যান সাহেবের বেশ কয়েকদিন ধরে জ্বর,সর্দিকাশি ও শ্বাস কষ্ট দেখা দিলে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করোনা টেস্টের জন্য নমুনা দেন। বুধবার (২রা সেপ্টেম্বর) সেই নমুনার ফলাফলে তার করোনা পজেটিভ আসে।
এসময় তিনি আরও জানান, চেয়ারম্যান সাহেব সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য চলতি বছরের ১৩ জুলাই উপজেলা চেয়ারম্যানের প্রথম করোনা শনাক্ত হয়েছিল।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply