সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় রুহুল আমিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলামের পিতা।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার পহ্নিছিলা এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, নিহত রুহুল আমিন রাস্তা পার হয়ে সড়কের একেবারে পাশে দাঁড়ানো অবস্থায় চট্টগ্রামমুখী বেপরোয়া একটি ট্রাক (ঢাকা মেট্টো- ট-১৬৯২৮১) তাকে ধাক্কা দেয়। এসময় গুরুত্বর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টা ২০ মিনিটের সময় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পুত্র সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক নজরুল ইসলাম।
এব্যাপারে স্থানীয় প্রত্যেক্ষদর্শী নাঈম জাহাঙ্গীর জানান, দ্রুতগতির ট্রাকের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তিনি গাড়িটিকে একেবারে সড়ক থেকে বাহিরে নিয়ে গেছেন। যার ফলে ট্রাকটি সড়কের বাহিরে গিয়ে রুহুল আমিনকে ধাক্কা দিয়ে আবার রাস্তার মধ্যখানে ডিভাইডারের সাথে লাগিয়ে দেয়। ট্রাক চালক দ্রুত পালিয়ে যায়।
নিহত রুহুল আমিন এর বাড়ি উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কেদারখিল গ্রামের মন গাজী ভুইয়ার বাড়ি। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।
এদিকে সাংবাদিক নজরুল এর পিতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সাবেক সভাপতি ফোরকান আবু, এম. সেকান্দর হোসাইনসহ সকল সাংবাদিকবৃন্দ।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
Leave a Reply