লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর বটতলী শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন শহর গঠতে মাঠে নামলেন করোনাকালের ফ্রন্ট লাইন যোদ্ধা ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির নতুন আহবায়ক কমিটি ঘোষণার পর আজ শনিবার(৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বটতলীকে ‘সুন্দর ও পরিচ্ছন্ন শহর’ গড়তে তিনি পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন। এসময় বটতলীকে যানজট মুক্ত ও পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে সকলের সহযোগিতা চান তিনি।
জানা যায়, গত শুক্রবার রাতে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির নবগঠিত আহবায়ক কমিটির অনুষ্ঠিত প্রথম সভায় কাজের সমন্বয়ের সুবিধার্থে কয়েকটি সাব-কমিটি গঠন করা হয়। এতে সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজানকে পরিস্কার ও পরিচ্ছন্নতা বিভাগের প্রধান করা হয়।
বটতলী শহরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে মিজানুর রহমান বলেন, আমাদের এই প্রিয় বটতলী শহরকে আমরা সারাক্ষণ ঘরের মত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। রাস্তাসহ যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। শহরের হাসপাতালের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন প্রদান করা হবে। আজ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হল। তা প্রতিদিন চালিয়ে যাবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথী হাওলাদার, লোহাগাড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদ রহমান ও দোহাজারী হাইওয়ে থানার এএসআই জহির উদ্দিন প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ
Leave a Reply