কামরুল ইসলাম দুলু : দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদার ওপর হামলার ঘটনার পর সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে ইউএনওর সরকারী বাস ভবনে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়। এরমধ্যে ২ জন সশস্ত্র এবং ২ জন নিরস্ত্র।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে বাসভবনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ৪জন আনসার সদস্য।
আনসারের চট্টগ্রাম জেলা কম্যান্ডেন্ট এর কার্যালয় থেকে চট্টগ্রাম জেলার ১৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৬০ জন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে সতর্ক থাকতেও বলা হয়েছে। সরকারি নির্দেশনায় অস্ত্রধারী আনসার সদস্য মোতায়ের করা হয়েছে। এছাড়াও পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। সীতাকুণ্ডসহ চট্টগ্রামের ১৫ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply