হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় রাহুল আজিজ শাফিয়ান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের বাস স্টেশন সংলগ্ন শেরে বাংলা মাজার গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে স্থানীয় সৈয়দ নাজমুল হুদার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় শাফিয়ান শেরে বাংলা মাজার গেইট এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-০৪-২৭) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উপস্থিত লোকজন ট্রাকটি আটক করে পুলিশের নিকট সোপার্দ করেন।

আওয়ামীলীগ নেতা ও নিহতের নিকট আত্মীয় শাহাজাদা স.ম এনাম বলেন, দ্রুত গতিতে আসা ট্রাকটি শাফিয়ানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শেরে বাংলা মাজার গেইট সংলগ্ন হাটহাজারী- অক্সিজেন মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধের জন্য সড়ক প্রতিবন্ধকতা স্থাপনের দাবি জানিয়ে এ এলাকায় বিগত সময়ে ও কয়েকটি দূর্ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *