২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে হাটহাজারীতে পুকুরে ডুবে ইয়ামিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামে জসিম তালুকদারের বাড়িতে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত ইয়ামিন ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ লোদি তালুকদার বাড়ির প্রবাসী হোসেনের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ামিন নানার বাড়িতে বেড়াতে এসে অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা নিহত শিশুটিকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব
Leave a Reply