নিলয় ধর,যশোর প্রতিনিধি : যশোরের বিভিন্ন বাজারে বেড়েছে পেঁয়াজ, আদাসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। গত ৩ দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। একই সাথে সব ধরণের সবজির দর বেড়েছে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম বাড়ছে। বন্যা ও অতিরিক্ত বৃষ্টির কারণে এই সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এমন অজুহাত ব্যবসায়ীদের।
মাত্র কয়েকটা দিনের ব্যবধানে যশোরে বেড়েছে চাল, পেয়াজ, সবজিসহ নিত্যপ্রযোজীয় পণ্যের দাম। গত ৩ দিনের ব্যবধানে মোটা চাল প্রতি কেজিতে বেড়েছে ২টাকা। কেজি প্রতি ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০টাকায়। ২০টাকা কেজির ডাটা বিক্রি হচ্ছে ২৫টাকা। গত সপ্তাহে ১ কেজি পটল বিক্রি হয়েছে ৪০ টাকা বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৬০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
ক্রেতাদের অভিযোগ রয়েছে , করোনা মহামারির এ সময়েও নানা অজুহাতে সকল পণ্যর দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। প্রশাসনের নজরদারির অভাবেই দফায় দফায় বাড়ছে সব ধরনের পণ্যের দাম। এতে বিপাকে পড়েছে তারা।
বিক্রেতারা বলছে, এই বছর দীর্ঘস্থায়ী বন্যা ও অতিরিক্ত বৃষ্টির কারণে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। চাহিদার তুলনায় বাজারের সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরণের সবজির দাম।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি ভোক্তা করছেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply