২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : মাদক বিক্রিকালে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয়েছে রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসায়ি জামাল উদ্দিন (৪২)।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিলক ইউনিয়নের কালিন্দিরানী সড়কের আমতল এলাকা থেকে ৭০ লিটার চোলাই মদসহ পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতার জামাল উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম সরফভাটা গ্রামের চৌধুরী বাপের বাড়ি এলাকার মৃত শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসায়সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি জামালকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply