নগর আওয়ামী লীগের উদ্যোগে ২১ নং ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দের কাছে চারা বিতরণ

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ১ কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২১নং ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে বৃক্ষরোপন করার জন্য চারা বিতরণ কমসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রিয়া কমিউনিটি সেন্টারে এ কমসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান, ধর্ম সম্পাদক আবু তাহের সহ ওয়াড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

নগর আওয়ামী যুবলীগের ২১নং ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, আজিম উদ্দিন, ইকবাল আহমেদ ইমু, জাহেদ মিয়া, শফিকুল আলম চৌধুরী, শফিকুল ইসলাম, ইসমাঈল উদ্দিন লিটন, জাহেদুল ইসলাম মন্জু, মোরশেদ কুতুবী, রাশেদ শরীফ বাপ্পি, গোলাম হায়দার, জুয়েল, মনির হোসেন, আসিফ প্রমুখ।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন যুবলীগ নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে যুবরাই এগিয়ে আশবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে মহানগর নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে বৃক্ষরোপনের জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

২৪ঘণ্টা/এন এম রানা

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *