২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলম (৩০)।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানুরবাজারস্থ টোবাকো গেইট এলাকায় এদূর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি দাঁড়ানো ট্রাক থেকে হেলপার সাইফুল রাস্তা পারাপারের সময় আরেকটি ঢাকামূখী পন্য বোঝায় ট্রাক সাইফুলকে ধাক্কা দেয় এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এস আই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, সকালে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহত সাইফুলের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।
২৪ ঘণ্টা/কামরুল/রাজীব
Leave a Reply