শিমুলিয়া ফেরি ঘাটে ভাঙন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শিমুলিয়ার ৩নং ফেরি ঘাট এলাকায় ফের পদ্মার ভাঙন শুরু হয়েছে।

শুক্রবার রাতে এ ভাঙনে বিলীন হয়ে গেছে একটি খাবার হোটেলসহ বেশ কিছু এলাকা।

তবে ভাঙনের তীব্রতা বাড়লে নতুন করে তৈরি করা ৩নং রো রো ফেরি ঘাটটি হুমকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রত্যক্ষদর্শী বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আহম্মদ আলী জানান, শিমুলিয়া ৩নং ফেরি ঘাটের পশ্চিম সাইড দিয়ে আকস্মিক এ ভাঙন দেখা দেয়। বড় বড় ফাটল দেখা দিয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে আকস্মিক পদ্মার ভাঙন শুরু হয়। এতে রো রো ফেরি ঘাটের পশ্চিম পাশের বেশ কিছু জায়গা নদীতে বিলীন হয়ে যায়। একটি খাবার হোটেল পদ্মার গ্রাসে নদী গর্ভে চলে গেছে।

শিমুলিয়া ঘাটের বিআইডবিউটিসি’র এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রো রো ফেরি ঘাটের পাশের ভাসমান ওয়ার্কশপসংলগ্ন এলাকায় পদ্মার আকস্মিক ভাঙনে একটি রেস্তোরাঁ বিলীন হলেও এখন ততটা ঝুঁকির মধ্যে নেই ফেরি ঘাট। তবে ভাঙনের তীব্রতা বাড়লে নতুন করে তৈরি করা ৩ নং রো রো ফেরি ঘাটটি হুমকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *