বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে তল্লাশি চালিয়ে একটি অটোরিকশায় ৩শত লিটার চোলাই মদ পেয়েছে থানা পুলিশ। এসময় জয়নাল আবেদীন (৪৫) নামের এক মদ বিক্রেতাকে আটক করা হয়।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানুনগোপাড়া দাশের দিঘী সড়কের ধোরলা গেইটের সামনে থেকে মদ বিক্রেতা শাকপুরা ৭নং ওয়ার্ডের মৃত জহুরুল আলমের ছেলে জয়নালকে আটক করার পর তার স্বীকারোক্তিমতে অটোরিকশায় তল্লাশী চালিয়ে ৩শত লিটার চোলাই মদ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, আটককৃত মাদক ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply