সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনকে নিয়ে বিস্তর অভিযোগ। ক্রিকেট অঙ্গনে ব্যাপক পরিচিত এই ব্যক্তিত্বের আছে বেশ কিছু পরিচয়। বিভিন্ন পদ-পদবীতে বহাল থেকে ক্রিকেট অঙ্গনে বেশ প্রভাব রাখছেন ৪৮ বছর বয়সী এই ক্রিকেট ব্যক্তিত্ব।
তবে সাম্প্রতিক সময়ে তার উপর বেশ অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের সাম্প্রতিক বিদ্রোহ ও ধর্মঘট চলাকালে সুজনের ভূমিকা নিয়েই অসন্তুষ্ট বোর্ড সভাপতি। খেলোয়াড়দের সাথে বোর্ডের বহুল আলোচিত সভায় খালেদ মাহমুদ সুজনের উপর ক্ষোভও ঝেড়েছেন নাজমুল হাসান পাপন।
২৩ অক্টোবর রাতে বিসিবিতে খেলোয়াড়দের সাথে বোর্ড কর্তাদের বৈঠকের সময় সুজনের কণ্ঠজুড়ে ছিল খেলোয়াড়দের উপর দোষারোপ। ঢাকার প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ে খেলোয়াড়রাই জড়িত- এমন দৃষ্টিকটু ও ভুল তথ্য সম্বলিত অভিযোগও করে বসেন সুজন। এছাড়া বিভিন্ন ইস্যুতে দেশের শীর্ষ ক্রিকেটারদেরও দোষারোপ করে যাচ্ছিলেন বারবার।
এতে চটে যান পাপন। এ সময় তিনি সুজন এত দিন ধরে পাপনকে ‘ভুল বোঝাচ্ছিলেন’ বলেও উল্লেখ করেন বোর্ড সভাপতি।
সুজনের উদ্দেশে তিনি বলেন-
‘চুপ করো। তুমি আর কথা বলবা না। একটা কথাও না। তোমার লজ্জা লাগে না! টাকা নাও আবার কথা বলো! আমাকে অনেক ভুল বুঝাইছো এত দিন।’
এছাড়াও বোর্ডের উর্ধ্বতন অনেক কর্তাই খালেদ মাহমুদ সুজনের উপর অসন্তুষ্ট বলে জানা গেছে। এমনও শোনা যাচ্ছে- বোর্ডে দায়িত্বরত অবস্থায় জাতীয় দলের সাথে সুজনের সংযুক্তিতায় ‘স্বার্থের সংঘাত’ হিসেবে দেখছে বিসিবি।
Leave a Reply