জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করার জন্য বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। এছাড়া তার সাথে বাংলাদেশে পা রেখেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও সীমিত ওভারের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে তাদের বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
ডমিঙ্গোর অধীনে টাইগাররা ইতোমধ্যে একটি সিরিজ খেললেও কোচিং স্টাফে নিয়োগ পাওয়ার পর ভেট্টোরি এবারই প্রথম বাংলাদেশে এলেন।
ডমিঙ্গো-ভেট্টোরি-ম্যাকেঞ্জির বাংলাদেশে পৌঁছানোর দিন থেকেই থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের ভারত সফরের প্রস্তুতি। সেই প্রস্তুতিতে যোগ দিচ্ছে টি-টোয়েন্টি দল। আগেই জানা গিয়েছিল, ভারত সফরের প্রস্তুতিতে দলের সাথে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
বিসিবিতে রিপোর্টিং শেষে ভেট্টোরিসহ সব কোচ খেলোয়াড়দের সাথে দেখা করবেন বলে জানা গেছে।
গত জুলাইয়ে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে ভেট্টোরির নাম ঘোষণা করা হয়। চলতি মাস থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব-মিরাজদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
নিউজিল্যান্ডের কিংবদন্তী স্পিনিং অলরাউন্ডার ভেট্টোরি ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের আগে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয় তাকে।
অলরাউন্ডার হিসেবে ব্যাটসম্যানের ভূমিকায়ও থাকতেন দুর্দান্ত। তাকে স্পিন কোচ হিসেবে পেলে তাই ব্যাটিং অভিজ্ঞতার ভাগীদারও হবেন ক্রিকেটাররা।
তার বামহাতি অর্থোডক্স স্পিনের ঘূর্ণিতে টেস্টে ৩৬২টি, একদিনের ক্রিকেটে ৩০৫টি ও সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে ৩৮টি উইকেট শিকার করেন। অবসর নেওয়ার সময়ে ভেট্টোরি ছিলেন অষ্টম টেস্ট ক্রিকেটার যিনি ৩০০ উইকেট শিকারের পাশাপাশি ৩০০০ এর অধিক রান করেন। সাকিব আল হাসানের উত্থানের সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ভাবা হত ভেট্টোরিকে।
Leave a Reply