প্রথম ম্যাচে ব্রাইটনকে ৩-১ গোলে উড়িয়ে দিল চেলসি

ক্রীড়া প্রতিবেদক: সোমবার রাতে ব্রাইটনের মাঠে ৩-১ গোলে জয় নিয়ে বাড়ি ফিরেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চেলসি। এই মাঠেই গত মৌসুমে ১-১ গোলে ড্র করতে হয়েছিল চেলসিকে।

ব্রাইটনের জর্জিনিয়োরের গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতায়ার্ধে দলকে সমতায় ফেরান লেয়ান্দ্রো ত্রোসার।

গত মৌসুমে চতুর্থ স্থানে থাকা চেলসির জয়ের পতাকা উড়ানো নিশ্চিত করে রিস জেমস ও কুর্ত জুমার গোল। হেসে খেলেই হাসিমুখে মাঠ ছাড়ে লন্ডনের ক্লাবটি।

এর আগে টটেনহ্যাস হটস্পার ছাড়া বাকি লীগ প্রত্যাশী বড় ক্লাব লিভারপুল ও আর্সেনাল ও তাদের জয় নিশ্চিত করছে।

২৪ঘণ্টা/এন এম রানা/রৃয়াজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *