পূর্ব শহীদনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রেজাউল করিম চৌধুরীর নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

চট্টগ্রাম মহানগরীরর পূর্ব শহীদনগর হাজী কামাল উদ্দীন সওদাগরের পুরানত বাড়ী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ ৫০০০০ টাকা বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাউল,১ কেজি ডাল, ডেকসি, মগ, গ্লাস সহ গৃহাস্থালি পণ্য।

এসময় তিনি বলেন, বর্তমানে করোনা প্রাদুর্ভাবের কারণে অধিকাংশ মানুষ প্রায়ই কর্মহীন অবস্থায় খুবই মানবেতর জীবন যাপন করছে। তার মধ্যে অগ্নিকান্ড খুবই দু:খজনক। আমি মানুষের জন্য রাজনীতি করি। মানুষের বিপদে আমি সবসময় পাশে আছি।মানুষের বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাকে যেকোন প্রয়োজনে সব সময় পাশে পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন বায়েজীদ বোস্তামী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম খলিলুর রহমান, ফ্লোরিডা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ এমরান, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দীন সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর ফারুকী, এম ইউনুছ সাবেক ভিপি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, মহানগর আওয়ামী যুবলীগের সদস্য জিএস মোহাম্মদ কফিল উদ্দীন, হাজী নাছির উদ্দীন, আবদুল কাদের সর্দার,মহিউদ্দীন মহিন সর্দার,ইলিয়াছ খাঁন মিলন,রনি দিদারী, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা মোঃ সালাউদ্দীন, শেখ নিয়াজ উদ্দিন আহমেদ ফাহাদ, সৈয়দ মোহাম্মদ আকিব, মোঃ শাহাদাৎ হোসেন, গোলাম মোস্তফা, আমিনুল করিম,নুর নবী,ইসাহাক খান মাসুম,মোজাম্মল হক,মোহাম্মদ মাঈন উদ্দীন সোহেল,মুহাম্মদ বাবুল,নুরউদ্দীন,সাজ্জাদ হোসেন আশিক,সাজ্জাদ হোসেন,জালাল উদ্দীন জুবায়ের,এনামুল হক মিনহাজ, হোসেন আলি, আলাউদ্দীন সজিব, মাঈন উদ্দীন হ্নদয়, ইমাম উদ্দীন, ইরফান উদ্দীন এরফান প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *