হাটহাজারী প্রতিনিধি: কোন প্রকার অনুমোদন ছাড়াই হাটহাজারীতে ঝুকিপূর্ণভাবে কাভার্ড ভ্যানে করে সিএনজি টেক্সিতে গ্যাস বিক্রির সময় ২ টি কাভার্ড ভ্যান এবং গ্যাস বিক্রির সরমঞ্জামাদি জব্দ করেছে প্রশাসন।
গতকাল ( ১৫ সেপ্টেম্বর) উপজেলার নাজিরহাট এলাকায় একটি ভাসমান অবৈধ সিএনজি গ্যাস ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। এ সময় বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারি পরিদর্শক মুহাম্মদ মেহেদী ইসলাম খান, কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পাণি লিমিটেডের ডেপুটি ম্যানাজার ইঞ্জিনিয়ার এম বি কবির আহমেদ এবং হাটহাজারী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে একটি চক্র উপজেলার নাজিরহাট বাস স্টেশন এলাকায় কোন প্রকার অনুমোদন ছাড়াই দুইটি কাভার্ড ভ্যানের সাহায্যে ঝুকিপূর্ণ অবস্থায় সিএনজি টেক্সিতে গ্যাস সরবরাহ করে আসছিল। গোপণ সংবাদের ভিত্তি খবর পেয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন উক্ত সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে
অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির কাজে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যান, ২৮৮টি সিলিন্ডার, এবং সরবরাহের কাজে ব্যবহৃত কিছু পাইপ ও নজেল জব্দ করে । সেই সাথে অবৈধ ও ঝুঁকিপূর্ণ এই সিএনজি ফিলিং ষ্টেশনটি উচ্ছেদ করে বন্ধ করে দেওয়া হয়। তবে কাউকে আটক করা যায় নি।
অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ সিএনজি গ্যাস ফিলিং ষ্টেশনটি বন্ধ করে দেওয়া হয় এবং সেই সাথে দুটি কাভার্ড ভ্যান ও ২৮৮টি সিলিন্ডারসহ গ্যাস সরবরাহের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
২৪ঘণ্টা/এন এম রানা/পারভেজ
Leave a Reply