রায়পুরে সাবেক চেয়ারম্যান এর উপর সন্ত্রাসী হামলা

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার উপর হামলা করেছে পৌর শ্রমিক লীগের সাবেক নেতা। ঘটনাটি ঘটেছে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে। ঘটনার পর থেকে অত্র এলাকায় ক্ষোভও উত্তেজনা বিরাজ করছে।

রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহাম্মেদ এবং সাবেক পৌর শ্রমিকলীগের আহবায়ক ও বামনী ইউপির চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন জুয়েল মৃধার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শ্রমিক লীগ নেতা জুয়েল মৃধা উত্তেজিত হয়ে চেয়ার দিয়ে ছালেহ আহম্মেদের মাথায় বাড়ি মারেন। এতে মাথা ফেটে যাওয়ায় রক্তাক্ত আহত হয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আ’লীগ ও বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হবেন। রবিবার এশার নামাজের আগে বাংলাবাজারে ইসমাইলের চা দোকানে ইউপি নির্বাচনে কে কোন ওয়ার্ডে প্রার্থী হবে এ নিয়ে সালেহ আহাম্মদ ও জুয়েল মৃধার সাথে তর্কবিতর্ক হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ আহম্মেদ ও সাবেক শ্রমীকলীগ নেতা জুয়েল মৃধা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, বিএনপি নেতা সালেহ আহম্মেদ ও সাবেক শ্রমীকলীগ নেতা জুয়েল মৃধা উভয়ই বিচারের দাবি করে লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের উভয়ের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *